• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাণীশংকৈলে ১০৩টি প্রাইমারী স্কুলে নেটওয়ার্কিং রাউটার বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম
প্রাইমারী স্কুলে নেটওয়ার্কিং
রাউটার বিতরণ অনুষ্ঠান

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রমের অংশ হিসাবে সোমবার (২০ জুন) উপজেলার বিভিন্ন প্রধান শিক্ষকদের মাঝে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।

এ উপলক্ষে এদিন সকাল  ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে ইউএনও'র প্রতিনিধি হিসাবে বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়,জাহিদ হোসেন ও সীমান্ত বসাক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন। এ উপজেলায় মোট ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধে একটি করে রাউটার বিতরণ করা হয়৷

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম৷

ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির/কেএন

আরো পড়ুন

banner image
banner image