
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ নভেম্বর)বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সাপলেজা ইউনিয়ন পরিষদ কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)উর্মী ভৌমিক। ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান তালুকদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,ইমাম শহিদুল ইসলাম,কাজী মোহাম্মদ আলী, পুরোহিত সঞ্জীব প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, কাজী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: