
জহিরুল ইসলাম সানি:
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে সাভারের ( সিআরপি ) অডিটোরিয়ামে এই প্যানেল পরিচিতি সভার আয়োজন করে বাংলাদেশ। ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)।
এ সময় গণতান্ত্রিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে।
ভোটারদের উদ্দেশ্যে প্রার্থীরা বলেন, প্রিয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ভাই ও বোনেরা আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ২০ (১) ধারা অনুযায়ীনবিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ৪ মার্চ শনিবার ২০২৩ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে, ১১ মার্চ শনিবার ২০২৩ ঢাকার বাইরের ১৩টি কেন্দ্রে এবং ১৮ মার্চ শনিবার ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৪টি কেন্দ্রে (নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব) নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই বিদ্যাপীঠের সুনাম অক্ষুণ্ণ রাখাসহ সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
বিগত ১৯৯৫, ১৯৯৯, ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে অনুষ্ঠিত পাঁচটি সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করায় আপনাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
বিশ্ববিদ্যালয়ে সেশনজট হ্রাস, গবেষণা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি, তরুণদের উদ্ভাবনী চিন্তা বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যকে সামনে রেখে গঠিত ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন ল্যাব, বিজয় একাত্তর হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু টাওয়ার, শেখ রাসেল টাওয়ার, ৭ মার্চ ভবন, শহীদ মুনীর চৌধুরী ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণতান্ত্রিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করে চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এ গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীবৃন্দরা হলেন, অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড. আশফাক হোসেন, এ আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী খসরু, অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রব্বানী, এইচ. এম. বদিউজ্জামান সোহাগ, এস. এম. বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চৌধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, এডভোকেট মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, মোহাম্মদ ইকবাল মাহমুদ (বাবলু), অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, মো. মুরশেদুল কবীর, অধ্যাপক ড. শারমিন মূসা, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, রঞ্জিত কুমার সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর নেতৃবৃন্দ ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: