
ডেস্ক রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসৎ উদ্দেশ্যেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন আইন সংসদে পাস করতে যাচ্ছে আওয়ামী লীগ।
আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর একথা জানান তিনি।
এসময় রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন আইন দিয়ে চলমান সংকটের কোন সমাধান হবে না বরং সংকট বাড়বে। মুজিব কোট পরা লোকজনদের দিয়ে নির্বাচন কমিশন করতেই নির্বাচন কমিশন আইন করছে সরকার, এমনটাই অভিযোগ করেন বিএনপির এই নেতা।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা ছাড়াও নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: