নিজস্ব প্রতিবেদক : নয় দফা দাবিতে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২ আগষ্ট) বিকেলে শহরের বিসিক মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী জেরিন, সারা আমিন, জয়নাল আবেদীন, রিফাত ও আবদুর রহিম।
যেসব শিক্ষক ও শিক্ষার্থীরা কারাগারে আছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আমাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন।
তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের মূল স্লোগান হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ আমাদের শিক্ষকরা আজ জেল খানায় বন্দি। এ কেমন রাষ্ট্র ব্যবস্থা? রাতের আঁধারে বাড়ির দরজায় গিয়ে বলা হচ্ছে ছাত্র আছে? ১৯৭১ সালে শুনেছিলাম মুক্তি হে কিয়া। আর ২০২৪ সালে এসে শুনতে হচ্ছে ছাত্র আছে। এটা কেন আজ শুনতে হচ্ছে?
এসময় তারা অবিলম্বে শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: