• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বজ্রপাতের বিকট শব্দে প্রাণ গেল শ্রমিকের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম
বজ্রপাতের বিকট শব্দে
প্রাণ গেল শ্রমিকের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চার শ্রমিক। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউপির মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী নামে একজনকে গুরুতর আহত অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

৩ নম্বর বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, সকালে মানিকখাড়ি গ্রামের আটজন শ্রমিক একটি ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হলে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এ সময় আরো চার শ্রমিক আহত হন। এরমধ্যে গুরুতর আহত মহসিন আলীকে রাণীশংকৈল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । এছাড়াও আহত আরো তিন শ্রিমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।। 

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image