
জাফর আলম, কক্সবাজার : বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে টেকনাফ বাস স্টেশন হতে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বাহাদুর ও টেকনাফ উপজেলা ক্ষুদ্র মৎস জীবী জেলে সমিতির সভাপতি আব্দুসালাম এর নেতৃত্বে টেকনাফ উপজেলার ক্ষুদ্র মৎস জীবী জেলে সমিতির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের (৩৫০-৪০০ জন) নিয়ে মানববন্ধন ও পদযাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১১ টার দিকে এ মানববন্ধন হয়। উক্ত পদযাত্রা "নাফ নদী খোলা চাই, আমরা সবাই জেলে ভাই" স্লোগান নিয়ে টেকনাফ উপজেলা প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনের এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা টেকনাফ উপজেলার ক্ষুদ্র মৎসজীবী জেলেদের দারিদ্রতা এবং অসহায় অবস্থা তুলে ধরে অবিলম্বে নাফ নদীতে মাছ শিকারের অনুমতি প্রদান করতে সরকারের নিকট দাবি জানান। ১১ টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি, টেকনাফ উপজেলার সভাপতি আব্দু সালাম উক্ত মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: