• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম
আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ
পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার ( ০৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজ, মাধ্যমিক স্কুল, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ। মাধ্যমিক শিক্ষা অফিসারের দেওয়া তথ্যমতে ,সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থী পর্যায়ে মোট ১৪টি ইভেন্টে বিভিন্ন গ্রæপে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহ স্কাউটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image