
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর নির্বাচনের প্রচার প্রচারনায় সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকার দলের সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হককে ১০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মহসিন মিয়া মধুকে ১০ হাজার টাকা জরিমানা করে ২ জন কে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার ২২ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তাছাড়া ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শাকির হোসেন টিপুকে আরও ২ হাজাট টাকা জরিমানা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা আহসানের সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার'র নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌরসভার নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / মো: জহিরুল ইসলাম/কেএন
আপনার মতামত লিখুন: