নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন। প্রস্তুতি চলছে সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত যদি বলেন তখনই শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত দেবে কিনা এটা তাদের ব্যাপার। তবে চাইলে দিতেই পারে।
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা ভারতকেই জিজ্ঞাসা করুন।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয়, সেটিও করবে বর্তমান সরকার।
গুম নিয়ে বাংলাদেশে কবে আইন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটি নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: