
ডেস্ক রিপোর্টার: লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের কারণে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে বলে দাবি করেছেন দেশটির মানবাধিকার কমিশনের প্রধান। বর্তমানে লিবিয়াতে ইউরোপের দেশগুলোতে আশ্রয় নেয়ার আশায় আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে যাওয়া ৭ থেকে ৮ লাখ অভিবাসন প্রত্যাশী অবস্থান করছেন।
আইওএম জানিয়েছে, ২০২১ সালে অন্তত দেড় হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।
একই সময়ে অঞ্চলটি থেকে ৩০ হাজারের বেশি অভিবাসন প্রত্যশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া উপকূল শরণার্থীদের জন্য দিন দিন আরও বিপদজনক হয়ে উঠলেও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হচ্ছে না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: