
নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, নাটোরেরর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন। ৪ জন করোনা পজিটিভ, একজন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৯০ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।
ঢাকানিউজ২৪.কম / কোহিনুর
আপনার মতামত লিখুন: