
নিউজ ডেস্ক: আনন্দ আরও বাড়িয়ে দিতে এবার দুর্গা পূজায় দর্শকদের ‘ওগো দুর্গা মা’ শিরোনামে গান নিয়ে হাজির হয়েছেন সিলন সুপার সিঙ্গারখ্যাত সঙ্গীতশিল্পী শিলা দেবী। এ গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শিমুল।
সোমবার নিজের ইউটিউব চ্যানেল 'শিলা দেবী'র ব্যানারে গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। গানটির কথা ও সুর জয়ন্ত কর্মকারের।
শিলা দেবী জানান, ‘ওগো দুর্গা মা’ গানটি দুর্গা পূজার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে বলে আমি মনে করি। আশা করছি গানটি ভালো সাড়া ফেলবে।
গানটির গীতিকার ও সুরকার জয়ন্ত কর্মকার বলেন, দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। উৎসবের সেই আনন্দময় মুহূর্তটাকে ভেবে নির্মাণ করা হয়েছে গানটি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: