নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দেয়া হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চিড় ধরবে।
সংবাদ সম্মেলনে শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এলডিপির প্রেসিডেন্ট আওয়ামী লীগের শাসনামলে সংঘঠিত বিভিন্ন গণহত্যার সুষ্ঠ বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী পৃষ্টপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
‘গণহত্যার হুকুমদাতা জাতীয় শত্রুদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়নাঘরে নিয়ে গিয়ে সেখানকার স্বাদ বোঝাতে হবে। সঙ্গে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেন ভিন্ন মোড়কে আসতে না পারে সেই ব্যাপারেও সবাইকে সচেষ্ট থাকতে হবে’, যোগ করেন অলি আহমদ।
সংবাদ সম্মেলন শেষে দলটি সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: