
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে পানিতে ডুবে ২২ মাস বয়সী মুসাব্বির আহমেদ সাদনানের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) উপজেলার বাগিচাপুর গ্রামে বেলা দুইটার দিকে ঘটে এ ঘটনা। সাদনান ওই এলাকার কৃষক মাসুম বিল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক মাসুম বিল্লাহর তিন সন্তানের মধ্যে সবার ছোট সাব্বির আহমেদ সাদনান। বেলা দুইটার দিকে বাবা মাসুম বিল্লাহ বাইরে ছিলেন। এক সন্তান মাথা ব্যথায় শোয়ে ছিল। আরেকজন কোথাও গিয়েছে। মা ময়না বেগম ছোট শিশু সাদনানকে ঘরে রেখে নিজেদের পুকুরে গোসল করতে যান। গোসল সেড়ে ঘরে ফেরার পরও সাদনান ঘরেই খেলা করছিল। এরপর সাজগোজ শেষ করে দেখেন ঘরে সাদনান নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে মগের সাথে সাদনানকে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকানিউজ২৪.কম / জাহিদুল হক মনির/কেএন
আপনার মতামত লিখুন: