• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিক্ষকতা পেশায় নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম
শিক্ষার্থীদের মধ্যে,  নেতৃত্বের গুণাবলি,  বৃদ্ধি করা
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান

নিউজ ডেস্ক:  রাজনীতি ফেলে মূলত বিদেশে নিরিবিলি শিক্ষকতার জীবন বেছে নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। তিনি এখন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড গভার্নমেন্টে ডুয়াল ফেলোশিপে নিযুক্ত হয়েছেন জেসিন্ডা।

সেখানে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডার্স ফেলো’ প্রোগ্রামে কাজ করবেন তিনি। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি করা। 

কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, জেসিন্ডা বিশ্বকে শক্তিশালী এবং সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। তিনি তাঁর দেশের বাইরেও বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছেন। তিনি আমাদের শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টির জন্ম দিতে পারবেন। সূত্র: সিএনএন

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image