গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ- নেত্রকোনা সড়কের পাশে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের ফকির বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। গোহলাকান্দা গ্রামের মোঃ আব্দুর রাশিদ জানান, গতকাল ভোররাতে যখন বৃষ্টি হচ্ছিলো তখন এই ঘটনাটি ঘটেছে।
কবরস্থানের রাস্তার ওপাশেই আমার বাড়ি, ফজরের নামাজের পর আমরা বুঝতে পারি এই কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে । গোহালাকান্দা গ্রামের মোঃ মঞ্জু ফকির বলেন, এই কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে, তার মধ্যে আমার মায়ের লাশটিও চুরি হয়েছে। এর আগেও এই কবররস্থান থেকে দুইটি কঙ্কাল চুরি হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিবো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: