• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নকলায় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় বাল্যবিবাহ বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:১৯ এএম
শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন
এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে

শেরপুর প্রতিনিধি:  শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিঙ্করপুর গ্রামে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তৎপরতায় এক কিশোরীর (১৬) বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

শুক্রবার রাতে ওই বিয়ে বন্ধ করা হয়। পুলিশ ও সংগঠন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার কিঙ্করপুর গ্রামে এক কিশোরীর সঙ্গে বারইকান্দি গ্রামের এক যুবকের বাল্যবিবাহের আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী
সংগঠনের কয়েকজন সদস্য নকলার থানা-পুলিশকে জানান।

পরে সংবাদ পেয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা কিঙ্করপুর গ্রামের ওই বাড়িতে গিয়ে ছাত্রীর বাবার সঙ্গে কথা বলে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বরসহ বরযাত্রীরা পালিয়ে যান।

নকলা থানার এসআই আনোয়ার হোসেন বাল্যবিবাহ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য কিশোরীর বাবাকে সতর্ক করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image