• ঢাকা
  • রবিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে পিএফজি সার গুডাউন উদ্বোধনে সচিব ওয়াহিদা আক্তার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০০ পিএম
বিরামপুরে পিএফজি সার গুডাউন উদ্বোধনে
সচিব ওয়াহিদা আক্তার

এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর দিনাজপুরে বিরামপুরে বিএডিসির বিদ্যমান গুদামসমুহের রক্ষণাবেক্ষণ পূনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের কৃষি মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ে ১৫কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৭হাজার ২শ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন নব-নির্মিত অফিস ভবন ও পিএফজি সার গুদাম উদ্বোধন হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে বিরামপুর পূর্ব জগন্নাথপুর খাদ্য গুদামের পাশে এ সার গুদাম উদ্বোধন করেন ওয়াহিদা আক্তার, সচিব,কৃষি মন্ত্রনালয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ (এনডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল বিশ্বাস, বিএডিসির প্রকল্প পরিচালক মুজিবুর রহমান খান,বিএডিসি দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক ও কৃষিবিদ শওকত আলী, দিনাজপুর এডিসি জেনারেল আনিছুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিয়া জামান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ (এনডিসি), তিনি বলেন,বাংলাদেশের মধ্যে ধারণ ক্ষমতার দিক এ সার গুদামটি দ্বিতীয় । এখানে আগামী এক মাসের মধ্যে ২৫ হাজার মে.টন সার মজুদ করা হবে । 

এই গুদামটি হওয়ায় আগামীতে এই অঞ্চলে আর  সারের ঘাটতি হবেনা। কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন,উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সার পৌঁছে দেওয়া হবে এবং কেউ সার কৃত্রিম সংকট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image