• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জয়ের জন্যই আমরা মাঠে নামব: তাসকিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ পিএম
জয়ের জন্যই আমরা মাঠে নামব
তাসকিন আহমেদ

নিউজ ডেস্ক : বিশ্বকাপটা দারুণ কাটছে তাসকিন আহমেদের। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে নজরকাড়া বোলিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে জয়ের জন্য দিয়েছেন নিজের সর্বোচ্চটা। তবে শেষ দিকে ব্যাটাররা খেই হারিয়ে ফেলায় হেরে যায় বাংলাদেশ।

জয়টা পেলে অবশ্য সেমিফাইনালের দৌড়ে এক ধাপ এগিয়ে যেত বাংলাদেশ। তবে এখনই আশাহত হতে চান না পেসার তাসকিন। সমীকরণ বলছে, এখনও সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে টাইগারদের।

দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচটা হেরে যায়, তাহলে পাকিস্তানকে হারাতে পারলেই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে যাবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা যদি ডাচদের হারিয়েও দেয়, তবুও একটা আশা বেঁচে থাকবে।

সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ভারতের হারের জন্য প্রার্থনা করতে হবে সাকিব বাহিনীকে। তবে এ সমীকরণে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের। অর্থাৎ দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। গ্রুপ-২-এ এখনও অনেক কিছু হওয়ার বাকি। তবে সবকিছু ছাপিয়ে আগে বাংলাদেশকে জয় তুলে নিতে হবে পাকিস্তানের বিপক্ষে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার (৪ নভেম্বর) তাসকিন বলেন, আমাদের গ্রুপটা বেশ জমতেছে। এখনও অনেক কিছুই হতে পারে; মিরাকল হতেও পারে। এখনও যদি জিততে পারি, তাহলে কোনো না কোনোভাবে সুযোগ আসতেও পারে। সেমিফাইনাল হবে কী হবে না, সেটা বলতে পারছি না। অনেক সমীকরণ আছে। তবে আমাদের লক্ষ্য থাকবে জয় পাওয়া।

বাংলাদেশের মতো সম্ভাবনা থাকবে পাকিস্তানেরও। শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে বাবর আজমরাও। ত্রিদেশীয় সিরিজের দুই দলের সবশেষ ‍দুই দেখায় দুটিতেই জয় তুলে নেয় পাকিস্তান। তাদের বিপক্ষে তাই জয় তুলে নেয়া সহজ হবে না সাকিব বাহিনীর জন্য।

তাসকিন বলেন, পাকিস্তান অনেক ভালো টিম। ওদের সঙ্গে যদি জিততে চাই তাহলে ভালো খেলতেই হবে। লক্ষ্য থাকবে, সব ম্যাচের মতো এ ম্যাচটাতেও সেরাটা দিয়ে ভালো কিছু করার। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image