• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে এসএসসি কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৯:১৫ এএম
প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন
সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার অভিযোগ উঠেছে। ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপমা ফারিসা।

জানা যায়, ১৬ নভেম্বর সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি(ভোকেশনাল) পরিক্ষা কেন্দ্রে ট্রেড ১ এর ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওয়াসিমা নাহাত। এ সময় তিনি ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন। পরে নির্বাহী হাকিম ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা ও কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীনকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার আদেশ দেন। এ আদেশ পালনে গাফিলতি শুরু করেন কেন্দ্র সচিব। নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করায় ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপমা ফারিসা।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীন বলেন, বহিষ্কারকরণ প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে না পারায় কিছুটা দেরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরে বহিষ্কারের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার বিষয়ে জেলা প্রশাসকের কাছে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ১৭ নভেম্বর দুপুরে অভিযোগ দেওয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image