• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্বাচনে সিসি ক্যামেরা চেয়ে সিইসির কাছে মেয়র প্রার্থী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৩ পিএম
সিসি,ক্যামেরা,মেয়র প্রার্থী
সিসি,ক্যামেরা

নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘা পৌরসভার সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আক্কাছ আলী আসন্ন স্বতন্ত্র এক মেয়র প্রার্থী।সুষ্ঠু ভোটের শঙ্কা থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়ালের কাছে এ দাবি জানিয়েছেন তিনি। যা ঢাকায় বসে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রচারণা ফেলে ঢাকায় সিইসির শরণাপন্ন হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এসে এক চিঠিতে এমন দাবি জানান আক্কাছ আলী নামের ওই স্বতন্ত্র প্রার্থী।

সিইসির কাছে দেওয়া চিঠিতে বলা হয়,আমি মো. আক্কাছ আলী আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী। প্রচারণার সময়ে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে সংশয়ে আছি। পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কর্মীরা আমার কর্মীদের মারধর, হুমকি দিচ্ছে ও পোস্টার ছিঁড়ে ফেলছে। এ ধরনের ঘটনার জন্য মানুষ আতঙ্কিত ও ভীত হয়ে পড়ছে।

ঢাকানিউজ২৪.কম / এমআর

আরো পড়ুন

banner image
banner image