
নিউজ ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহতম ভূমিকম্পে নিহতের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫ হাজার ছাড়িয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে, আহত হয়েছেন অন্তত ৩৭ হাজার ১১জন। অন্যদিকে বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ২৮০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশ দুইটিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: