
ডেস্ক রিপোর্টার: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন চট্টগ্রাম রেলস্টেশনের পেছনের পার্কিংয়ে ময়লা ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সময় তিনি চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক শামস তুষার ও চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কারের মৌখিক নির্দেশ দিয়েছেন।
শনিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের বহুতল ভবন নির্মাণের স্থান পরিদর্শনে এসে এই নির্দেশ দেন তিনি। সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত এক রেলওয়ে কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি ডিআরএম তারেক শামস তুষার। অন্যদিকে রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বিষয়টি স্বীকার করেন।
এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম বটতলী রেলস্টেশনে কর্মচারীদের জন্য কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় রেলের বেদখল জায়গা উদ্ধার করে উন্নয়ন ও আয় বৃদ্ধির কাজে ব্যবহার করা হবে বলে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, শত শত একর জায়গা অবৈধভাবে দখল হয়ে আছে। যেগুলো উদ্ধারে সরকার নতুন করে পরিকল্পনা নিয়েছে। যেখানে মার্কেট, কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ ও বেসরকারি খাতে বরাদ্দের মাধ্যমে আয় বাড়ানো হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: