
বিনোদন ডেস্ক: কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সোশ্যাল স্যাটায়ারধর্মী ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক মণীশ বসু।
এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটিতে কেন্দ্রীয় ‘গু কাকু’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। কলকাতার আরেক খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনয় করতে যাচ্ছেন ‘নবকুমার শিকার’ নামের একটি চরিত্রে।
এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ ও মিশকা হালিমের মতো তারকারা।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এ সিনেমার পটভূমি নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল।
পরিচালক মণীশ বসু জানিয়েছেন, একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এ ছবিতে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: