
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার নদীর পাড় থেকে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
মঙ্গলবার (০৮আগষ্ট) দুপুর ২ টার দিকে বেলকুচি উপজেলার পৌর এলাকার সুবর্ণসাড়া তৈল পাম্পের রাস্তার পূর্ব পাশে নদীর পার থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঐ স্থানে কয়েক জন ছেলে গোসল করতে নামলে পরে তাদের চোখে কিছু একটা দেখতে পায়, সনাক্ত করতে তারা এগিয়ে গেলে প্রচন্ড দুর্গন্ধ অনুভব করে, পরে আরও কাছে গেলে তখন তারা ভাসমান এই কাপড় পেচানো নবজাতকের লাশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে আশে পাশের লোকজনদের ডেকে আনলে তারা তাৎক্ষণিক ভাবে বেলকুচি থানায় ফোন দিয়ে লাশের বিষয় জানায়, পরে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। এ বিষয়টি জানাজানি হলেও নবজাতকের কোন ওয়ারিশ পাওয়া যায়নি।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, ফোনের মাধ্যমে নবজাতকের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এর কোন ওয়ারিশ পাওয়া যায়নি। কারো কোন অভিযোগ না থাকায় সকলের সম্মতিক্রমে ইসলামি শরিয়ত মোতাবেক তাকে সমাধি দেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: