• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম
ভারতীয়দের জন্য আরও বেশি সহজে ভিসা দিতে পারেন
ভারতে পৌঁছেছেন বরিস জনসন

নিউজ ডেস্ক:    দুই দিনের ভারতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তিনি গুজরাটের আহমেদাবাদে অবতরণ করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বরিস। আশা করা হচ্ছে দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষার পাশাপাশি অন্য ইস্যুতেও আলোচনা করবেন।

বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে তিনি ভারতীয়দের জন্য আরও বেশি সহজে ভিসা দিতে পারেন। এই চুক্তি সই হলে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য লাখ লাখ পাউন্ড বাড়বে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার বরিস জনসন গুজরাটের শবরমতি আশ্রম পরিদর্শন করবেন। এছাড়া গৌতম আদানিসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও দেখা করবেন। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী ভদোদারা যাবেন। সেখানে তিনি ভারী যন্ত্রের কারখানা জেসিবি পরিদর্শন করবেন। সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন জনসন।

এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদিকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে বেশি তেল কেনা ভারতের স্বার্থ নয়। জনসন এই বিষয়ে মোদিকে জ্ঞান দেবেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image