
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি তো প্রতিদিনই মরেন, মরে যান। প্রতিদিনই অনলাইনে তাকে মেরে ফেলা হয়।
তিনি আরও বলেন, আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কী……. এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে?’
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাত ২টায় সাংবাদিকরা ফোন করে জানতে চান, আমি সুস্থ আছি কিনা। আমি তখন বলি হোয়াই (কেন)? তখন সাংবাদিকরা বলেন, আমরা শুনেছি আপনি অসুস্থ।’
এ সময় বলিউডের পাঠান সিনেমা দেশে আসবে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি। কাদের বলেন, ‘আমার মনে হয় এটা ভালো। এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময় হওয়া ভালো।’
তিনি বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখেছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম। আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবেচেয়ে ভালো এ্যাক্টর। তাদের কোনো তুলনা হয় না। রহমান-শবনম এ জুটিটা ভালো ছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: