• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫৪ পিএম
টাইব্রেকারে গিয়ে খেই হারান রকিবুল
চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক:  হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ।  মাসকটে ফাইনালে স্বাগতিক ওমানকে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল।

প্রথম মিনিটেই ওমানকে এগিয়ে নেন নৌফালী আলখোদার। ৫২ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে সমতা ফেরান রকিবুল হাসান। শেষ আট মিনিটে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

দলকে খেলায় ফেরালেও টাইব্রেকারে গিয়ে খেই হারান রকিবুল। গোল করতে ব্যর্থ হন তিনি। তবে ওমানের তালাল বাইতও সুযোগ নষ্ট করলে টাইব্রেকারে ফেরে সমতা। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই আধিপত্য দেখিয়ে জয় পায় বাংলাদেশ। হংকংকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ এবং গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। আর সেমিফাইনালে থাইল্যান্ডকে হারায় ৩-০ ব্যবধানে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image