
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণ বন্ধ ও বাংলাদেশ রেলওয়ে-- ইউনাইটেড হাসপাতালের চুক্তি বাতিলের দাবিতে আজ ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ জাতীয় প্রেসক্লাবের সামনে ৯ সংগঠনের উদ্যোগে এক সমাবেশ হয়।
গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মেদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারোয়ার মোর্শেদ, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের মাসুদ খান, জাতীয় মুক্তি কাউন্সিল নেতা হেমন্ত দাস ও জাতীয় গণফ্রন্টের কাওসার মনসুর।
সমাবেশ পরিচালনা করেন বাসদ( মাহবুব) মহিনউদ্দিন চৌধুরী লিটন।
সমাবেশের সভাপতি নাসির উদ্দীন আহমেদ নাসু বলেন, চট্টগ্রামবাসীর সিআরবি রক্ষার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে ঢাকায় আজ আমরা দাড়িয়েছি।সারা দেশে উন্নয়নের নামে সরকার ভূমি দস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। এই ভোট ডাকাতির সরকারকে রুখে দাড়াতে হবে।
জাফর হোসেন বলেন, চট্টগ্রামের সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামবাসী দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন।কিন্তু সরকার জনগণের দাবী মানছেনা।দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে।
বেলাল চৌধুরী বলেন, সারা দেশে লুন্ঠন চলছে। চট্টগ্রাম মহানগরের ফুসফুস সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে দিয়েছে সরকার।কক্সবাজারের বনোভূমির ১১ শত একর জমি আমলাদের প্রশিক্ষণ একাডেমির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।ঢাকায় জনগণের সমাবেশে স্থান কেড়ে নেয়া হয়েছে।ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করা ছাড়া ভিন্ন পথ নেই।
মাসুদ খান ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে কার্যকর সংগ্রাম গড়ে তুলতে দেশের শ্রমিক কৃষক জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
হেমন্ত দাষ প্রশ্ন তুলে বলেন, সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণ কেন? বিকল্প অন্য জায়গায় গিয়ে করুন।করোনা পরিস্থিতিতে এইসব বেসরকারি হাসপাতালের ভূমিকা জনগণ মনে রেখেছে। সারোয়ার মোর্শেদ বলেন, জনগণকে আজ ফ্যাসিবাদী শাসন লুন্ঠন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কাওসার মনসুর বলেন, হাসিনা সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দাড়াতে হবে।সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামবাসীর সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: