
নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে পুতিনের এ পদক্ষেপের পর রাশিয়ার ‘পূর্ণ-মাত্রায় আক্রমণ শুরু হয়ে গেছে’ বলে জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে কুলেবা একটি তালিকা তৈরি করেছেন।
এতে তিনি লেখেন, বিশ্বকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ইউরোপ ও বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে।
কুলেবা বলেন, রাশিয়ার বিরুদ্ধে দ্রুত কড়া নিষেধাজ্ঞা দিতে হবে এবং দেশটি যেন সুইফট ফিনান্সিয়াল ট্রানজেকশন সিস্টেম ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। রাশিয়াকে বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। একই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র, সরঞ্জাম, অর্থ ও মানবিক সহায়তা দিতে হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: