
জহিরুল ইসলাম সানি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'বঙ্গমাতা সাংস্কৃতিক জোট' এর উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলবে।
এ সময় গঠনের সভাপতি শেখ শাহ আলম ঢাকা নিউজ ২৪কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। আমাদের আশেপাশে পথশিশু, দুস্থ ও হতদরিদ্র মানুষ চিকিৎসার অভাবে ভুগছে। তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যই আজকে আমাদের এই আয়োজন। আগামীতে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সেবা কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।
সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রওনক বিশাখা শ্যামলী ঢাকা নিউজ ২৪কে বলেন, গণমানুষের জনসেবা করার উদ্দেশ্যে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং। এছাড়াও প্রতিবছর যেন এই সেবা চালু থাকে এই প্রত্যাশা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: