• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কেরানীগঞ্জে আরটিভির সাংবাদিককে হুমকি, থানায় জিডি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
সাংবাদিককে হুমকি, থানায় জিডি
সাংবাদিক শেখ ফরিদকে হুমকি

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সংবাদ প্রচার করায় আর টিভির সাংবাদিককে হুমকি। এ হুমকির ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সাংবাদিক শেখ ফরিদ বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

শনিবার দুপুরে রিপোর্টার শেখ ফরিদ স্বশরীরে হাজির হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,গত বৃহস্পতিবার ( ৮ই সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি নকল পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় । সেই সংবাদ প্রচার করে নিজ ফেসবুকে পোস্ট দিলে আর টিভিতে প্রচার করার কারণে অপরিচিত বেশ কয়েকজন ম্যাসেঞ্জারে কমেন্টস করে সেখানে খারাপ ও বাজে আপত্তিকর মন্তব্য করে এবং সাংবাদিকের মোবাইলে ফোন করে কয়েকটি নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি প্রদান করা হয় ।

এদের মধ্যে থেকে আগানগর এলাকার বাসিন্দা আশিকুর রহমান আসু নামের এক যুবকের নাম উল্লেখ করে শেখ ফরিদ সাধারন ডায়েরি করেন। যার সাধারন ডায়েরি নং ৬৩৪, তারিখঃ ১০ ০৯ ২০২২।

এ বিষয়ে সাংবাদিক শেখ ফরিদ জানান, হুমকির কারনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ কেরানীগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরি করেছি। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইন, প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল তারা খতিয়ে দেখবেন।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আর টিভি সাংবাদিক শেখ ফরিদকে হুমকির বিষয় সাধারন ডায়েরি গ্রহন করা হয়েছে । আমরা তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image