
ডেস্ক রিপোর্টার : পড়া-লেখা করে জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। জ্ঞানই আলো, সমৃদ্ধির উৎস। জ্ঞানের আধার হচ্ছে বই এবং লাইব্রেরি। আর বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়।
শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বই মানুষের অকৃত্রিম বন্ধু। বইপাঠের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে। জ্ঞানের এ অগ্রসরতা সভ্যতাকে এগিয়ে নেয়।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ও ট্রাস্টি মালিক খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: