
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় থাকতে দেয়া যাবে না।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেছেন, এটা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক যে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের অধিকাংশই মুক্তিযুদ্ধের সময় ছিলেন না।কিন্তু বিএনপির অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত।
ফখরুল বলেন, আওয়ামী লীগ বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে। অত্যন্ত অসুস্থ বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে নিয়েও ক্ষমতাসীনরা বিদ্রূপ করছে। বলেন, অত্যাচার নিপীড়নে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে চায় সরকার। কিন্তু যুগপৎ আন্দোলন সামনে এগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: