• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএনপি নেতা সালাম-এ্যানী জামিনে কারা মুক্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৫ এএম
কাশিমপুর কারাগার থেকে তাঁরা মুক্তি পান
বিএনপি নেতা সালাম-এ্যানী

নিউজ ডেস্ক:  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এ সময় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। গত সোমবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আবদুস সালাম ও এ্যানীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। এ সময় আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানের আগে ডিএমপি কার্যালয়ে যাওয়ার পথে কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় এ্যানীকে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image