• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীলঙ্কায় হঠাৎ কারফিউ শিথিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৩ পিএম
শ্রীলঙ্কায় কারফিউ শিথিল
শ্রীলঙ্কায় কারফিউ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতায় সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সকাল ৭টায় ডেইলি মিররের খবরে কারফিউ তুলে নেওয়া কথা বলা হয়। কারফিউ সাত ঘণ্টা বন্ধ থাকবে। পরে তা দুপুর ২টায় আবারও দেওয়া হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া ডিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় আবার কারফিউ দেওয়া হবে। পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

টানা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করায় শ্রীলঙ্কার সংকট আরও গভীর হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে দেশটির মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ ছাড়াই ক্ষমতা ধরে রেখেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
 
দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে, আগামী দুদিনের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করতে হবে। তা না হলে দেশটির অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে। এরপর কোনো পদক্ষেপই শ্রীলঙ্কাকে রক্ষা করতে সক্ষম হবে না। কারণ হিসেবে বলা হচ্ছে, চলমান সহিংসতায় ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবার (১১ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গোতাবায়া বলেন, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন তিনি। তরুণ প্রজন্মের নেতাদের মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে, যেখানে রাজাপক্ষে পরিবারের কেউ থাকবেন না বলেও জানান তিনি।

সহিংসতা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যত দ্রুত সম্ভব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘও সমস্যা সমাধানে সরকার ও জনগণকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image