• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়ায় বাঁশের মই বেয়ে উঠে আশ্রয়ণ প্রকল্পের কাজের মান দেখলেন :আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম
আশ্রয়ণ'র কাজের মান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নির্মাণাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় বাঁশের  মই বেয়ে উঠে প্রকল্পের ঘরের গুণগত মান যাচাই করেন তিনি।

শুক্রবার ২৭ মে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রয়ণ প্রকল্পে যান মন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৮ এপ্রিল পরিদর্শনে গিয়ে আখাউড়া উপজেলায় সাত জায়গায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ১৪২টি ঘরের মধ্যে ৮৮টি ঘর নির্মাণে অনিয়ম পান  জেলা প্রশাসক শাহগীর আলম। এ সময় তিনি ইউএনও, এসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২২ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক প্রজ্ঞাপনে আখাউড়ার ইউএনও রুমানা আক্তারকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়।

 

ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image