নিউজ ডেস্ক: ২৯ আগস্ট ২০২৪, বৃহশপতিবার, সকাল ১০টায়, আজিমুর রহমান কনফারেন্স হল, দি ডেইলি স্টার ভবনে নাগরিক সুশাসনের জন্য নাগরিক সুজন-এর উদ্যোগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে 'নির্বাচন কমিশন নিয়োগ আইন', হলফনামার একটি খসড়া এবং গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে।
উক্ত অনুষ্ঠানে বিচারপতি আব্দুর রৌফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, এটিএম শামসুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব জেসমিন টুলী, নির্বাচন বিশেষজ্ঞ ও জনাব মনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। মূল পেপার উপস্থাপন করবেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুজন-সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: