
ডেস্ক রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ ৭৫ বছরে পদার্পন করল। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু করে সংগঠনটি।
সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটেন তারা। এসময় সারাদেশের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব এনে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনাই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ বলেও জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দল দোয়া মাহফিলে অংশ নেয়।
১৯৪৮ থেকে ২০২২, ৭৪ বছরের পথচলা-উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। ৫২'র ভাষা আন্দোলন ৬৬'র শিক্ষা আন্দোলন ৬৯ গণঅভুত্থান ৭১ এর মুক্তিসংগ্রামসহ দেশের সব আন্দোলন সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা সংগঠনটি আজ ৭৫-এ পা রেখেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: