• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কন্টেইনার আটকে একজন বাংলাদেশির মৃত্যু, আহত-১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম
কন্টেইনার আটকে একজন বাংলাদেশির মৃত্যুু
বাংলাদেশির মৃত্যুু

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ : মালদ্বীপের কন্টেইনার  থেকে মার্বেল শীট আনলোড করার সময় আটকে গিয়ে একজন বাংলাদেশির  মৃত্যু হয়েছে।

মালদ্বীপের  বৃহত্তর রাজধানী অঞ্চল হুলোহুলো মালে  ফেজ দুই -এ একটি কন্টেইনার থেকে মার্বেল শীট আনলোড করার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় ২  জন আহত হয়েছে;  এর ফলে একজনের মৃত্যু হয়েছে।

 ১২ জুন  বিকেল সাড়ে ৩টার দিকে হুলোহুলো মালে  ফেজ দুই এ,  এই ঘটনা ঘটে। একজন গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতলে মৃত্যর সাথে পাঞ্ছা লড়েছে।

এ ব্যাপারে খোঁজ নিলে তাদের সহযোগীরা জানান  কন্টেনারের ভিতরে মারবেল পাথরের শীট আনলোড করার সময়, কর্মরত দুই প্রবাসী বাংলাদেশী কর্মী অন্য পাশের মার্বেল পাথরের টাইলর্সের  নিচে পড়ে গেলে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্থানীয় পুলিশকে খবর দেয়,পুলিশ উপস্থিত হয়ে  পরিস্থিতি  ভয়াবহ দেখে  তাৎক্ষণিক  ভাবে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  একজনকে মৃত ঘোষণা করে ।

মৃত ব্যক্তির দেশের বাড়ি গাজীপুর, এর।আব্দুস সালামের ছেলে  মোজ জয়নাল আবেদিন। আহত ব্যক্তির দেশের বাড়ি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানার, মোহাম্মদ নাজিম মল্লগণ এর ছেলে  মোঃ খোকন মল্লিক।

কন্টেইনারের মধ্যে আটকে থাকা দুই ব্যক্তিকে দেখানো ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  ভিডিওতে দেখা গেছে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করতে যথে

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image