• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভাষাসৈনিক আব্দুল মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২১ এএম
অষ্টম মৃত্যুবার্ষিকী
ভাষাসৈনিক আব্দুল মতিন

নিউজ ডেস্ক : ৮ অক্টোবর, ভাষাসৈনিক আব্দুল মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল মতিন। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়া হয়। ভাষা আন্দোলনে অবদান রাখায় তিনি একুশে পদক লাভ করেন।

আব্দুল মতিনের জন্ম ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবালীয়া গ্রামে। তার বাবা আব্দুল জলিল এবং মা আমেনা খাতুন। জন্মের পর তার ডাক নাম ছিল গেদু, পরবর্তীতে সারাদশে ভাষা মতিন নামে পরিচিতি লাভ করেন তিনি।

২০১৪ সালের ৮ অক্টোবর বিএসএমএমইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক আব্দুল মতিন। মরণোত্তর চক্ষু ও দেহদান করে গেছেন তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image