
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ডজন দমকলকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে দ্রুত দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করেন।
জানা যায়, আগুন তৃতীয় তলার অফিস থেকে শুরু হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি চেম্বারে পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহত নেই বলেও জানান। আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত নিরাপত্তা কমীর বরাত দিয়ে এ কথা জানান কারেলসে।
আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও পার্লামেন্ট ভবন ও এর আশপাশের ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল। দেশটির গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিল বলেন, যেখানে আগুন ছড়িয়ে পড়েছে, সেটি পুরোনো অ্যাসেম্বলি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: