• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তৃণমূল উজ্জীবিত করছে আ.লীগ, চল‌তি মাসে ডেকেছে ব‌র্ধিত সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম
ব‌র্ধিতসভ
আওয়ামী লীগের লোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে যে সুবাতাস বইছে, তা আরও বেগমানের লক্ষ্যে তৃণমূলকে উজ্জীবিত করতে মাঠপর্যায়ের রাজনীতি চাঙ্গায় ব‌্যাস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টা‌র্গেট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই বিএনপিসহ সমমনা দলগুলোর ধারাবাহিক সরকারবিরোধী কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীন দলও শক্তি প্রদর্শনের মাধ্যমে মাঠ দখলে রাখতে চায়।  

তারই ধারাবা‌হিকতায় আওয়ামী লী‌গের রাজপ‌থের লড়াকু সৈ‌নিক স্বেচ্ছ‌াসেবক লীগ  সংগঠন‌কে তৃণমূল পর্যা‌য়ে শ‌ক্তিশালী করার ল‌ক্ষে চল‌তি মা‌সের ১৩ মে শ‌নিবার ব‌র্ধিত সভা ডে‌কে‌ছে।

স্বেচ্ছাসেবক লী‌গের কেন্দ্রীয় নেতারা বলছেন, তৃণমূলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত মাঠে রাখকে চায় আওয়ামী লীগ। এ বিষয়ে দলীয় সভাপ‌তি শেখ হা‌সিনার নির্দেশনাও রয়েছে। আসন্ন ব‌র্ধিত সভায় বিষয়‌টি তুল‌ে ধর‌ে দিক-নি‌র্দশনা দেওয়া হবে দলীয় নেতা-কর্মীদের।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ ডেই‌লি বাংলাদেশকে বলেন, রাজধানী থেকে শুরু করে প্রতিটি জেলা-উপজেলা এবং থানা-ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করতে নির্দেশনা র‌য়ে‌ছে আওয়ামী লীগের। এরই ধারাবাহিকতায় এ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে।

তি‌নি বলেন, মূলত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে সংগঠনকে তৃণমূল পর্যায়ে  শ‌ক্তিশালী করার লক্ষেই এ সভা‌য় আলোচনা করা হবে। পাশপা‌শি জনগণের কাছে বর্তমান সরকারের ১৪ বছরের উন্নয়ন তুলে ধরার নির্দেশনা দেওয়া হবে। এরই মধ্যে জেলা-উপজেলা তৃণমূলের কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে জানা যায়, ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হবে সকাল ১০ টায় বাংলা একাডে‌মির আব্দুল ক‌রিম সাহিত‌্য বিষারদ মিলনায়‌তনে। এ‌তে
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদ, উপদেষ্টা প‌রিষদ,জাতীয় ক‌মি‌টি. প্রতি‌টি জেলা ও মহানগ‌রের সভা‌প‌তি,সাধারণ সম্পাদকসহ,আহ্বায়ক ও যুগ্ম আহ্ববায়কদের উপ‌স্থিত থাকার নি‌র্দেশ দেওয়া হয়েছে। 

 

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image