
পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদেগে দিনব্যাপি মৎস্য চাষীদের এক প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে দিন ব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক ড, মোহাঃ সাইনার আলম ।
প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক হিসেবে মৎস্য চাষীদের প্রশিক্ষন প্রদান করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সম্প্রসার কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ ও ক্ষেত্র সহকারী শাহজাহান প্রধান । প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন সফল মৎস্যচাষী অংশ গ্রহন করেন ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উক্ত প্রশিক্ষনে মাটি, পানি ও মাছের স্বাস্থ্য ব্যাবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয় ।
ঢাকানিউজ২৪.কম / বখতিয়ার রহমান/কেএন
আপনার মতামত লিখুন: