
আন্তর্জাতিক ডেস্ক: গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর মঙ্গলবার (২৩ নভেম্বর) জানায়, জিন ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন। সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয় নিশ্চিত করেছে।
জানানো হয়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তারও করোনা ‘পজিটিভ’ আসে।
৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স সোমবার সকালে ছিলেন ব্রাসেলসে। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।
জ্যঁ ক্যাসটেক্স দুইবার করোনার টিকা নিয়েছেন। তিনি এর আগে কখনো করোনায় আক্রান্ত হননি। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: