• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও তৈরি হয়নি ফ্যামিলি কার্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৯ পিএম
টিসিবির পণ্যের জন্য ফ্যামিলি কার্ড তৈরি হয়নি
টিসিবির পণ্য

ডেস্ক রিপোর্টার:  সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য যে কার্ডের মাধ্যমে দেয়া হবে, তৈরি হয়নি সেই ফ্যামিলি কার্ড। আগেই ঈদুল আজহা উপলক্ষ্যে পণ্য নিয়ে মাঠে টিসিবি। নেই ক্রেতার চাপ। আগামী ৩০ জুনের মধ্যে ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণ শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে বন্ধ রয়েছে পণ্য বিক্রি কার্যক্রম।

বুধবার (২২ জুন) সকাল ১০টায় মালিবাগ বাজারের জে কে ট্রেডার্স দোকান খোলা হয়। সেখানে ভর্তুকি মূল্যে ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রির কথা। তবে প্রত্যাশীরা ঢু মারলেও পণ্য কিনতে পারেননি অনেকেই।

পণ্য কিনতে এসেও খালি হাতে ফেরা এক নারী ভোক্তা বলেন, ফ্যামিলি কার্ড এখনো পাইনি। তারা বলছেন, কমিশনারের বাসায় গিয়ে কার্ড নিয়ে আসতে হবে।

ডিলাররা জানান, তারা পণ্য নিয়ে রেডি, কাউন্সিল থেকে কার্ড নিয়ে এলেই তারা বিক্রি করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে জানা গেল, নানা জটিলতায় এখনো শেষ হয়নি ফ্যামিলি কার্ড তৈরির কাজ। অনেকেই আসছেন কবে কার্ড হাতে পাবেন সেই খোঁজখবর নিতে।

কার্ড তৈরি না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কার্ড রেডি করতে একটু সময় লেগে গেছে। তারপরও কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এদিন সন্ধ্যা থেকে কার্ড বিতরণ করতে পারার আশা প্রকাশ করা হয়।

যেসব ডিলার পয়েন্টে বিক্রি শুরু হয়েছে, সেখানেও জানা গেল, কার্ড বিতরণ ও পণ্য বিক্রি কার্যক্রম একই সঙ্গে চলছে। তবে যারা কার্ডের মাধ্যমে পণ্য পেয়েছেন তারা খুশি। যদিও কিছুটা বেশি সময় লাগছে। তারা জানান, কোনো সমস্যা হয়নি। কার্ডের মাধ্যমে পণ্য নিয়েছি।

টিসিবি জানিয়েছে, আগামী ৫ জুলাই পর্যন্ত এবারের বিক্রি কার্যক্রম চলবে। অপরদিকে ডিলাররা আগামীকালের মধ্যে কার্ডগুলো পৌঁছে দেয়ার আশা প্রকাশ করেন।

গত ১৬ মে ট্রাকসেল শুরুর ঘোষণা দিয়েও ঢাকা ও বরিশাল বিভাগে ফ্যামিলি কার্ড তৈরির কথা বলে তা স্থগিত করে টিসিবি। যদিও এক মাসের বেশি সময়েও তা শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image