
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম পরিবারের উদ্যোগে ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ টাকা, চাউল, সেমাই, চিনি, তেল ও পেঁয়াজ ইত্যাদি।
বুধবার (১৯ এপ্রিল) পানখাইয়া পাড়া সড়কে নিজ বাস ভবনে দিনব্যাপী এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, বড় ভাই মুজিবুল আলমসহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাবেক পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, সমাজের বৈষম্য দূর করে সকল ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারই অংশ হিসেবে খাগড়াছড়িতে আলম পরিবারের পক্ষ হতে ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নিতে প্রতিবারের ন্যয় এবারও এই ধরণের উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: