• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
আ'লীগ সংবাদ সম্মেলন
আ'লীগ সংবাদ সম্মেলন

শাহজাদপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ : গত ২রা জুলাই দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপি’র দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজলের নেতৃত্বে একদল অস্ত্রধারী কর্তৃক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় দলীয় শৃংখ্যলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবদল স্থায়ীভাবে মাহমুদুল হাসান সজলকে বহিষ্কার করে বিবৃতি দেয়।

একই ঘটনায় পরদিন ৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক  দল কেন্দ্রীয় কমিটি এ ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে বিবৃতি দেয়।

বিষয়টি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নজরে আসার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘গত শনিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার সিরাজ ম্যানসনের সামনের রাস্তায় শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল ও দলবল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মাসুদ রানার উপর।

এ সময় অস্ত্রধারীরা এলোপাতাড়ি কুপিয়ে মাসুদ রানাকে রাস্তায় ফেলে চলে যায় যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়। অথচ প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অপকৌশলের আশ্রয় নিয়ে এর দোষ আওয়ামী লীগের ওপর চাপানো হয়। বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মিথ্যাচারের মাধ্যমে তাদের অপকর্মের দায় আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। শাহজাদপুরে এই বর্বরোচিত ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, সহ-সভাপতি স্বপন সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, দফতর সম্পাদক আবুল হাশেম, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, সহ-দফতর সম্পাদক আলতাব হোসেন শাহান, সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ঢাকানিউজ২৪.কম / মাসুদ মোশাররফ/কেএন

আরো পড়ুন

banner image
banner image