
নিউজ ডেস্ক: শনিবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। সূত্র মতে ইসরায়েলের অনেক আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার সময় অনেক হামাস চরমপন্থীকে ইসরায়েলে প্রবেশ করেছে। এমন খবর ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলের কেউ হামাস চরমপন্থীদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেনি। গাজা থেকে রকেট হামলার পর ইসরাইলও বিবৃতি দিয়েছে। ইসরাইল বলেছে আমরা 'যুদ্ধের জন্য প্রস্তুত'।
এই হামলার বিষয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর একটি পোস্ট দিয়েছে। সেখানে লেখা আছে, শনিবার সকালে সাইরেন বাজে, এর কিছুক্ষণ পর হামলার ঘটনা ঘটে। গাজা থেকে আমাদের দিকে রকেট ছোড়া হচ্ছে। কিন্তু আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম।
প্রসঙ্গত গাজা থেকে ইসরায়েলে এই প্রথম হামলা নয়। গত বছরও গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছিল। তখন সেইসব হামলা ইসরাইল তাদের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা আটকিয়ে ছিল।
এদিকে ইসরাইলের সেনাবাহিনী বৃহস্পতিবার রাত ৯টার পর রকেট হামলার আগে সাইরেন বাজায়। তারা গাজা সীমান্তের কাছে থাকা ইসরায়েলি শহর কিসুফিম, এইন হাশলোশা এবং নিরিম লোকজনকে সতর্ক করে দেয়।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: